Best new collection of Bangla good night SMS sweet sad and romantic heart-touching good night message for, here you will find all kinds of good night Bangla SMS quotes Shayari, Which will make your night more beautiful, you can easily share this with your lover boyfriend girlfriend family and loved ones, so let’s go started to discuss about good night SMS in Bengali language
Contents
Bangla Good Night Sms Text Message
তোমায় নিয়ে স্বপ্ন গুলো
রেখেছি মনের ঘরে
আশা গুলো সত্যি হবে
তোমার আমার মনের নিবিড়ে
দেখা হবে আমাদের
প্রত্যাশার কোনো এক ভরে
Good night
অন্ধকারের কালি দিয়ে
আমি যারে আঁকি,
মন শুধু চায় বারে বারে
হৃদয় দিয়ে ডাকি,
বলবো কথা মনে মনে
শুনবে তুমি সংগোপনে
বাদলের ধারা নেমেছে অঝোরে
সূর্য মেনে নিয়েছে হার,
দিনের আলো মিলিয়ে গেছে
ভুবন জুড়ে শুধু আঁধার,
হৃদয়ে রয়েছে অনেক আশা
দুচোখে স্বপ্ন আঁকা হাজার,
একলা মনে আপন খেয়ালে
ভেবে করে দেবো রাত্রি পার
ধরণীর আঙিনায় যখন নামে রাত্রি
তখন আমি একলা পথে অন্ধকারের যাত্রী
কেউ আমার আপন নয় ছিলনা কোনো দিন
এখন আমি অনেক ভালো পুরোপুরি স্বাধীন
subho ratri
সন্ধ্যা বেলার শেষ বিকালে
দুঃখের ভেলা আকাশ কোলে‚
ঝুম ঝুমান্তি বৃষ্টি ধারায়
মনে পড়ে শুধু তোমায়,
বর্ষা শেষে স্মৃতি গুলি
অকারণে চোখ ভেজালো‚
শুভ রাত্রি জানায় তোমায়
রজনী তোমার কাটুক ভালো
Good night
তুমি আমার নীলাকাশ আমি তোমার তারা
সুখ দুঃখ হাসি দিয়ে জীবন মোদের ভরা,
আঁধার কালো আকাশ কোনে তুমি আমার ঊষা
হৃদয় মাঝে আছো তুমি আমার ভালোবাসা
Good Night
রাতের বেলা আলতো আদর
একটু আমার অধিকার
তোমার হাসিতে মুগ্ধ আমি
অনুভূতি গুলো শুধু ভালোবাসার
good night
bangla good night sms for girlfriend-lover
আমার আলো তোমায় দিলাম
মনের কালো মুছিয়ে দিলাম,
ছন্নছাড়া জীবন তোমার
আমার হৃদয়ে মিলিয়ে নিলাম,
ভালোবাসি তোমায় আমি
এই কথাটি জানিয়ে দিলাম।
Suvho Ratri Good Night
তুমি আমার কবিতার ছন্দ
আমার গানের কোলি
অনেক তোমায় ভালোবাসি
কেমন করে বলি
Suvo Ratri
কোনো এক সন্ধ্যায় যদি
দেখা হয় তোমায় আমায়!
ফুলের গন্ধ মাখা স্মৃতির
অঝোর বৃষ্টি ধারায়।
__শুভ রাত্রি__
দূর আকাশের মেঘের ভেলায় চলোনা উরে যাই
বলবো কথা মনে মনে আর ভালোবাসায়,
মিলব মোরা হৃদয় দিয়ে আর চোখের ভাষায়
যেথায় মোদের কাছে আসার কোনো বাঁধা নাই।
Good night
আমার স্মৃতির খুব গভীরে
তুমিই আছো মিশে,
থাকো পাশে জড়িয়ে বুকে
অনেক ভালোবেসে
Good night
কখনও যদি চাঁদ ডুবে খুব ভোরে
হৃদয় গহীনে ভালোবাসা জাগে চুপ করে
ঘুম ভাঙ্গা চোখে খুঁজে পাবে আমায়
চুপ করে দাড়িয়ে রবো মনের আঙিনায়
রাত্রি মানে একলা ঘরে
স্মৃতির ছবি আঁকা
রাত্রি মানে একফালি চাঁদ
আকাশেতে বাঁকা
রাত্রি মানে হৃদয় কোনে
স্মৃতির আনা গোনা
রাত্রি মানে ঘুমিয়ে থেকে
স্বপ্নের জাল বোনা
আকাশেতে চাঁদ উঠেছে মেঘ করেছে আড়ি
মনের দরজা খোলা রেখো যাবো তোমার বাড়ি
পথে যদি দেরি হয় কোরে থাকো অভিমান
রাগ ভাঙ্গতে নিয়ে যাবো একমুঠো স্বপ্নের সোপান।
good night suvo ratri
জানি সব মুছে যাবে
ঘুচে যাবে অন্ধকার
সূর্য্য নিয়ে আসবে ঠিকই
নতুন আলোর নতুন বাহার
তবু রাত্রিকে সঙ্গী করে
ঘুমিয়ে থাকা একলা ঘরে
স্মৃতির মরোক খুলে দেখা
বন্ধ চোখে দুঃখ মাখা
আকাশের জন্য চাঁদ উঠে
ভ্রমরের জন্য ফুল ফোটে
মধুর ডাক কোকিলের ঠোঁটে
রাতের জন্য সূর্য যায় পাঠে
good night
অবশেষে আকাশ হলো আধার
মুছে গেলো সোনালী আলোর বাহার
এক ফালি চাঁদ দেখা দিলো গগনে
তারি একটু ছোয়া লাগে মৌসুমী পবনে
Bangla good night wishes
আমার শুধু ইচ্ছে করে
চাঁদের কাছে থাকতে
অন্ধকার সব সরিয়ে দিয়ে
পাখির মতো ডাকতে
আমার শুধু ইচ্ছে করে
ফুলের সুবাস নিতে
বিনিময়ে সুখময় ভালোবাসা দিতে
আজ তুমি নেই সাথে
ঘুম আসেনা গভীর রাতে,
ফেলে আসা স্মৃতি পাতায়
বিনিদ্র নিশি জেগে কাটাই।
Good Night
একটা আকাশ ছিলো আমার
যেখানেতে স্বপ্ন আঁকা
একটা চাঁদ অন্ধকারে
সেখানেতে ভীষণ ফাঁকা
এমন কিছু স্বপ্ন ছিলো
সব কিছু তার মিলিয়ে গেলো
আলোর আকাশ কালো হলো
নেমে এলো রাতি,
ঘরে ঘরে জ্বলে উঠলো
সাঁঝের প্রদীপ বাতি,
হীজল বনের ভিতর থেকে
বিধুর হাঁসি মুখ,
যত দেখি ততই মেলে
মনে খুশির সুখ।
good night
তুমি কি আমার রাত্রি হবে
ঘুম পারাবে মায়ার টানে,
তুমি কি আমার স্বপ্ন হবে
থাকবে শুধু মনে প্রাণে,
তুমি কি আমার পাখি হবে
ঘুম ভাঙাবে মধুর গানে।
তুমি আছো তাই রাতের অন্তরায়
ঘুম ভাঙ্গানোর প্রতীক্ষায় রয় আঁখি,
তোমার আশা মনের ভাষা
অনেক যতনে রাখি
good night
থাকবো আমি অনেক দূরে
দূর আকাশের গায়,
তারার রূপে রইবো আমি
তোমার অপেক্ষায়,
উঁকি দেবো ভোর আকাশে
তোমার জানালায়
ঘুম ভাঙলেই মিলিয়ে যাবো
অসীম সীমানায়।
__শুভ রাত্রি_
রাত শুধু আঁধার নয় একটু থাকে আলো
রাত শুধু খারাপ নয় স্বপ্ন গুলো ভালো।
Subho Ratri Good Night
হটাৎ যদি হারিয়ে যাই
নিভে যায় আলো,
তুমি নিজের খেয়াল রেখো
অনেক থেকো ভালো।
শুভ রাত্রি
তোমার আকাশ মেঘলা হলে
আমায় কাছে ডেকো,
তোমার মনে ঝড় উঠলেও
আমার পাশে থেকো,
মন খারাপের রাত্রি গুলো
আমার কাছে রেখো,
বিনিময়ে সুখময় ভালোবাসা
আঁচল ভরে নিয়ে যেও
Good night
পারি দেবো কূল এনেদেবো ফুল
আর আকাশের চাঁদ
বলো হবো কি আমরা রাজা রানী !
করোনা মন খারাপ এনেদেবো গোলাপ
রাখবনা মনে কোনো খাদ,
প্রেম আমার বড্ড অভিমানী
তুমি আমার আমি তোমার
হব এটা আমরা দুজনেই জানি।
Suvho Ratri
Suvo ratri sms kobita
রাতের আকাশ বইছে বাতাস
জোনাকি দেয় আলো,
রাত হয়েছে ঘুমিয়ে পরো
স্বপ্ন দেখো ভালো।
Subho Ratri
দুঃখ ভরা মন আঙ্গিনায় পড়েছে রাতের ছায়া
জড়িয়ে আছে বেদনা ভরা অনেক স্মৃতি মায়া
তুমি আমার আপন মানুষ অনেক কাছের ছিলে
ছেরেই যদি যাবে চলে কেনো ভালো বেসেছিলে!?
ওই দূর নীলিমায় পাখিরা মেলেছে ডানা
তুমি আমার ছিলে আপন আজ কত অজানা
খুব জানতে ইচ্ছে করে মনে কি পরে আমায়
স্মৃতির পাতায় প্রতি খাতায় তোমাকে মনে পরে যায়
suvho ratri
খুঁজে পাবে তুমি আমায়
ভালোবাসার প্রতি রাতে
ভালো করে তাকিয়ে দেখো
দূর আকাশের বাঁকা চাঁদে
শুভ রাত্রি
যদি আজ নিশিথে ভোরের প্রভাতে
আমি শেষ নিশ্বাস ফেলি
শেষ বারের মতো ছুটে এসো তুমি
ধরে মনের চোরাগলি
__suvho Ratri__
ভোরের আলোয় তোমরা আকাশ যখন হবে লাল
আমার ভালবাসা আধারেই রবে হয়ে যাবে সকাল
যদি কখনও তবু অগোচরে মনে পরে যায় আমায়
খুঁজে নিও থাকবো আমি অন্য রাতের ধ্রুবতারায়
good night
অনন্ত ছুয়েছে অদূরের শশী
দুচোখ ঢুলু ঢুলু নেমে আসে সুপ্তি
আকাশেতে জ্বল জ্বল করে নক্ষত্র
পাঠিয়ে দিলাম রাত্রির শুভেচ্ছা পত্র
সেজে উঠুক তোমার আকাশ
নিয়ে আসুক শান্তি
মনে জ্বলুক খুশির আলো
মিলিয়ে যাক ক্লান্তি
চোখে খুঁজে পাক স্বপ্ন ভরা
মিষ্টি শুভ রাত্রি
>>good night<<
good night bangla new sms 2019
যামিনী ফুরায়ে নিসুপ্তি কাটিয়ে
হবে নতুন সকাল,
থাকবে পাশে ভালোবেসে
চির অনন্তকাল,
একটু খানি হতে দেবনা
তোমাকে চোখের আড়াল
good night
তুমি আমার ভোর ঘুম ভাঙ্গানো ঘোর
তুমি আমার পুরো সময়,
তুমি আমার সাথী অন্ধকারের বাতি
নিয়ম মানেনা হৃদয়।
Good Night
মনে করো তুমি আকাশ সে আকাশে আমি তারা
মনে করো তুমি নদী আমি সেই নদীর ধরা
মনে করো তুমি আলো আমি তার আলো ছায়া
মনে করো রাত্রি আমি তুমি তার নীল চাঁদোয়া
মোহনায় ভেসে যাবো গোধূলিতে মিশে রবো, কখনও মরণ এলেও
Suvo Ratri
স্মৃতি গুলো মনের সাথে করে কানাকানি
বেলা শেষে এক মুঠো সুখ খুঁজে খুঁজে আনি,
অনুভূতি গুলো হয়েছে আজ প্রবাসী
এমন সময় তুমিও আমাকে ভাবছো নাকি,
“good night suvo ratri”
The above paragraph discusses good night poems. they are such as, good night sms bangla, good night sms bangla for girlfriend, good night bangla sms kobita, suvo ratri sms in bengali, hope all of you like these collections of good noght sms in bangla, thanks to spend your time with this website, if you like these article do not forget to share with everyone.
Good Night Video Caption