Bangla Romantic Kobita for Girlfriend Boyfriend
Romantic Love poem in bengali for girlfriend & boyfriend, romantic bangla poem collection, bengali shayari romantic sms, bengali romantic kobita 140 words, new romantic premer kobita bengali, bangla romantic kobita line.
Bangla Romantic Kobita
About Romantic bangla kobita: কল্পনা, স্বতঃস্ফূর্ততা, আবেগ, দৃষ্টিভঙ্গি এবং অবচেতন মনের কিছু ইচ্ছা কে প্রকাশ করার মানেই হল রোমান্টিকতা, যখন মানব মানবী একে অপরের প্রেমে আবদ্ধ হয় তখন মনে নানান ভালোবাসার কথার উদ্ভব হয়, সেই কথাকে কখনো কবিতার মাধ্যমে কখনো বিভিন্ন লেখার মাধ্যমে আবার অনেক সময় বিভিন্ন কথার ভঙ্গিমায় প্রকাশ করতে পছন্দ করেন, বাংলা ভাষায় অনেক বিখ্যাত কবিগন তাদের লেখায় রোমান্টিকতাকে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন নানা ভাবে,
Romantic Bengali Kobita New
এখানে আপনি পাবেন প্রেমিক প্রেমিকার জন্য নতুন বাংলা রোম্যান্টিক প্রেমের কবিতা সমগ্র যেগুলো আপনি আপনার প্রিয় মানুষটিকে 〈girlfriend, boyfriend〉 শেয়ার করে সহজেই আপনার মনের বলতে না পারা কথা গুলোকে উপস্থাপন করতে পারবেন,
1. ‘হাজার তারা থাকনা ঢাকা মেঘের বুকে
চোখের তারা রাখবো জ্বেলে তোমায় দেখে
তুমি আমার মতো তোমার বুকেও প্রেমের আগুন জ্বালো
শত ব্যথা হারায় যদি প্রেমের সুখে
রাতের চোখে চাইবো আমি তোমার দিকে
দিনের কাছে বলবো না আর দাও তোমার আলো’
2. ‘আকাশের মতো নীল দুচোখে ছড়িয়ে
ভাবনার যতো মেঘ দিয়েছো সরিয়ে
যেখানে চেনা পথ ফেলেছি হারিয়ে
সেখানেই তুমি দুটি হাত দিয়েছো বাড়িয়ে
তোমারি সাথে তাই অবিরাম চলা যায়
মনের সব কথা তোমাকে খুলে বলা যায়’
3. ‘তোমাকে দেখার পরে কাউকে লাগেনা ভালো
কেনো জানিনা আমার এই মনে কি যে হলো
দমকা হাওয়ার মতো এসে কোনো কিছু না বলে
এক পলকে সবই আমার বদলে দিয়ে চলে গেলে
চোখের দেখায় এমন যদি হয় কি হবে কাছে এলে
কোনো অঘটন আছে লেখা মনে হয় এই কপালে
ভালোবাসা মরন দশা তাই কি আমার হলো
হটাৎ দেখি আমার এই মন কোথা যেনো হারালো’
4. ‘ভালোবাসা যতদিন ততো দিন জীবন
প্রেম ছাড়া বেঁচে থাকা সে বাঁচা মরণ
আমাদের দিন থাকবে সারা জীবন রঙিন
যেমন ফাগুন আসে শুকনো পাতায়
তোমার আমার প্রথম প্রেমে মগ্ন থাকবে হৃদয়
তোমার চোখে স্বপ্ন আমার দেখেছি প্রথম আমি
ভাবতে আমার লাগে ভালো কান্না হাসির সাথী তুমি
জেগে নাকি স্বপ্নে আছি দুজনে এতো কাছে
এর বেশি আর এই জীবনে কি আর চাওয়ার আছে
তোমার মুখের মধুর হাসি চাওয়ার বেশি যে দিলো
তুমি আমার জীবন আধাঁরে ভোরের প্রথম আলো’
5. ‘তুমি আমার মনের ঘরের বুলবুলি পাখি
মন মজানো কোথায় শুধু দিয়ে যাও ফাঁকি
কি করে বোঝায় তোমায় আমি বড্ড ভালোবাসি
পায়ে বাঁধা রূপার মল হাতের কাঁচের চুড়ি
বাজিয়ে তুমি করলে আমার মন চুরি’
6. ‘ভালোবাসা যেনো এক ঝড়ো হাওয়া
ফুলের কোলে ভ্রমরের আলতো ছোয়া
তোমারি জন্য আমি আজ ধন্য
নিরবতা ভেঙেছে মনের ভাষা
এমন লোগণ পেয়েছি যখন
মিটিয়ে নেবো আজ মনের আশা
আগুন লেগেছে আজ আমার প্রাণে
দুচোখ জুড়ে শুধু তোমার নেশা
বাধবো দুজনে সুখের স্বর্গ
গড়বো ভালোবাসার এক নীর
আকাশে করবে সদাই সুখের
উজ্জ্বল চন্দ্র তারা ঝিলমিল’
7. ‘কেমন দেখতে সে আমি তা জানিনা
রাতে সে আসে স্বপ্নে ভাসে
সামনে কখনো আসেনা
তার ভাবনায় মন দোলা দেয় অকারণ
কবে সে চিনবে আমাকে
মধুর সুবাসে ফুল হয়ে হাসে
সরে যায় আড়ালে আড়ালে
কখনো দেখিনি যাকে
কবে যে দেখবি তাকে
জানিনা কেমন হবে সে
আমিও চাইবো তাকে
সারা দেবো তারি ডাকে
সেও যদি চায় আমাকে
স্বপ্নের দেশে আমি পা বাড়াবো
জানি দেখা আমি তার পাবো
সাত রঙা রঙে মন স্বপ্ন আঁকে
তার আসতে মন যে থাকে
রাখবো তাকে এই হৃদয় জুড়ে
হাসবে চাঁদ হাসবে রাত রাজ্য জুড়ে
শুধু দেখি স্বপ্ন হাজার হাজার
তবু ছাড়বনা স্বপ্ন দেখা মানবোনা হার’
8. ‘তুমি সামনে আমার এলে তাই মাতাল হলো হওয়া
তোমার দু চোখে ছিলো কোন অভিমানের ছোয়া
তুমি স্বপ্ন নিয়ে কাছে এলে হলো মন দেয়া নেয়া
এই মেঘলা মনের কাছে আজ একলা একা আমি
কোন গোপন ব্যথায় কেদেছি জানতে পারনি তুমি
তুমি দিলে আমার হাতে কিছু ঝরা বকুল তুলে
আমি খুঁজে পেলাম স্বপ্নকে সেই ঝরা বকুল ফুলে’
9. ‘তাকিয়ে দেখো সোনালী স্বপ্ন সামনে আছে দাড়িয়ে
স্থির হয়ে ডাকছে তোমায় হাত দুটোকে বাড়িয়ে
দুঃখ মনে রেখোনা তুমি সব কিছু যাও ভুলে
এগিয়ে চলো পথের দিশায় মনের বাঁধন খুলে
তোমার সাথে চাই আমি খুশির স্রোতে ভাসতে
আমার এই মন চাইছে শুধু তোমায় ভালবাসতে
মনের আঁধার মুছিয়ে দেব ভরাবো সূর্য্য রশিতে
অবুঝ মন বোঝেনা কিছু তোমায় শুধু খোঁজে
সব ভুলে যাই তোমাকে ভাবি দুপুর সকাল সাঁঝে’
10. ‘হৃদয়ের ভালোবাসা জেগে উঠে মনে
ঢেকে রাখি তাকে আমি কেমনে
তোমারি নাম এই মনেরি খাতায়
থাকবো রাতে দিনে সাথে দুজনায়
মধু মাস কেটে যাবে স্বপ্ন মায়ায়
অচেনা ছিলে আগে তুমি কতদিন
ভাবি এখন তাই বুঝি বেড়ে গেছে ঋণ
দিন কাটে আমার আশায় আশায়
সব ঋণ শোধ হবে ভালোবাসায়
দূর থেকে কাছে এলে তুমি তাই
যখনি পরে চোখ চোখের পাতায়
মনে থাকা কথা গুলো হৃদয় মাতায়’
11. ‘তোমার হাতে দিলাম সোপে
এই জীবনের ভার
আজ থেকে সব কিছুতেই
তোমার অধিকার
অনুভূতির অধরা পরশ দিয়ে
প্রেমের ভাষা বলতে গিয়ে
যায়না দূরে সরে থাকা
দুজনাতে মিলে থাকবো একি নীরে
দুটি আঁখি হবে পাখি একি নিদী তীরে
মেলবো প্রেমের রঙিন পাখা’
12. ‘চোখের দুটি জানালা দিয়ে অন্তরতে এসে
অন্তরেতে বাস করো অন্তর ভালোবেসে
এই অন্তরে থাকবে তুমি সারা জীবন ভর
দুষ্টু চোখের দৃষ্টি দিয়ে কেরে নিলে এই অন্তর
এখন আমার মরন বাচন বন্ধু তোমার হাতে
প্রেম দিয়েই শুধু পারো এখন আমাকে বাঁচাতে
প্রিয় তোমার কাছে চাইনা আমি কিছু আর
মন দিয়ে মন নিয়ে হরন করেছো আমার অন্তর’
13. ‘তোমার হাসি আজ এই মন জুড়ালো
রাতের আঁধার লাগে যেনো দিনের আলো
অসময়ে কোকিল সুরে গান শোনাল
কাছে আছো তাই সব মন্দ লাগে ভালো
মায়াবী নয়নের তড়িৎ ছলনায়
ভোমিত করেছো কোন যাতনায়
খোলা চোখের স্বপনে এসেছো
রাত জাগিয়েছ তোমার ভাবনায়
রাঙিয়েছ জীবন প্রেমের পরশে
যাছিলো সাদা কালো সব আজ লাগে ভালো
প্রথম প্রেমের শীতল যোয়ারে
ভাসিয়েছ আমায় সুখের মোহনায়
আঁধার পথে তুমি সাথে চলেছো
নিয়ে এসেছো আলোর কিনারায়
ভালোবেসে আজ তোমাকে মনে হয়
লাগছে পৃথিবীর সব কিছু ভালো’
14. ‘কতো রাত কেটেছে আমার বেরঙ্গী
এলোমেলো স্বপ্নের ভিড়ে
হৃদয়ের ক্যানভাসে শুন্যতার ছায়া ছিলো
শুধু আমার চারপাশ ঘিরে
তুমি ছড়িয়ে দিলে রঙ সেই বর্ণহীন ক্যানভাসে দুচোখের স্বপ্ন দিয়ে
সেই স্বপ্নের মহাকাশ আমি নিজেকে
আজ ফেলেছি কোথায় হারিয়ে
মন মেতেছে আজ রঙিনতার আনন্দে
তোমার প্রেমের রূপের মুক্তির চেনা ছন্দে
হৃদয় আমার ছিলো পাষাণ
প্রেমের পরশে গেছে গোলে
তোমার বপন করা প্রেমের বীজে
হৃদয়ে ভালোবাসার ফুল দোলে
সেই ফুলের সুবাসে কত প্রাণ ভ্রমরা
উরে এলো গগন ধেয়ে
স্নেহ ভরা মায়া জাগলো মনের আকাশে
অন্ধকার জীবন দিলে ভালোবাসায় ভরিয়ে’
15. ‘চোখের পলক রূপের ঝলক রঙ্গিলা ভুবন
মনে দামে মন বোঝে হয় যে আপন
জীবন নদীর দুইটি ধরা মাঝখানে প্রেম রয়
দুটি মনের মিলন হলেই দূরের মানুষ কাছের হয়
ভালোবাসার রীতি নীতি প্রেমিক ছাড়া বোঝেনা
মনের মানুষ মনে থাকে দূরে সেতো থাকেনা
ফাগুনের রঙে রঙে ফুলের দেখো হাসে
পৃথিবীতে তাইতো সবাই ভালোবাসে
কেউ আসবে কেউ যাবে তবুওতো দেখা হবে
তবে কেনো এতো দ্বিধা ভালোবাসায়
স্মৃতির প্রদীপ জ্বেলে মনটা ভেসে যায় চাঁদে
মন শুধু বাঁধা পড়তে চায় মায়াবী ফাঁদে
প্রেমের আগুন জ্বলে যখন প্রেমিক প্রমিকার বুকে
ভালো লাগেনা তখন সারা পৃথিবীটাকে’
16. ‘মনে মনে মন তুমি দিলে তাই মন হলো আনমনা
মনে হয় যেনো অনেক দিনের তুমি আমার চেনা
রঙে রঙে মন রাঙা হলো তাই স্বপ্নের জাল বোনা
উরে যায় পাখি দূরের আকাশে অজানাকে যায় জানা
হাতে হাত রাখি এসো সুখে দুঃখে পাশে থেকো
কখনো এই তুমি যেনো ছেড়ে চলে যেওনা
আরও বেশি প্রেম অনো ভালোবেসে কাছে টানো
ঝড়ো হাওয়ায় তুমি আমাকে কখনো ভুলনা’
17. ‘অল্প কিছু দিন হলো তোমার সাথে আলাপ
দুটি চোখে হলো অজস্র সংলাপ
প্রথম দেখায় তোমার মন নিয়েছি চিনে
তোমায় খুঁজেছিলাম গ্রীষ্ম বর্ষা শীতের দিনে
দুঃখ বেদনা সব ধুয়ে দেয় আজ বৃষ্টির জল
আমরা দুজনে মৌন্য চারিদিকে কোলাহল
যেনো সাগরের তীরে তুমি পুরানো ঝিনুক
মুক্ত মনে প্রেমের গোপন সুখ
তোমার কাছ থেকে আর কখনো যাবেনা ফেরা
ভালোবাসার বন্ধনে চারিদিকে পড়েগেছি ঘেরা’
18. ইচ্ছে করে তোমায় আমি দু চোখ ভরে দেখি
তোমার কাছে ভালোবেসে সারাজীবন থাকি
পরলে মনে তোমার কথা থাকেনা মন ঘরে
অনুভবে তোমার কাছে যাই আমি ফিরে
মনের পাখি দিশা ভুলে যায় দিগন্তে উরে
ভালোবাসা বর্ষা হয়ে আনমনেতে ঝরে
প্রহরী হয়ে আছো আমার ভাবনা জুড়ে
জীবন ভরেছো বেদনা ভোলানো সুখের সুরে
রঙে রঙে রাঙিন হয়ে মনটা হতে চায় কবি
অকারণে ভেসে ওঠে তোমার মুখের ছবি
মনের আঙ্গিনা আলোতে আলোকিত হলো
তোমার কথা মনে জোছনার ফুল ঝড়ালো
আমার সকল ভালোলাগার কারণ তুমি
স্বপ্ন আর ভালোবাসায় ভরানো প্রেমের ভূমি
প্রেমের আলতো ছোয়ায় বলদে গেছে জীবন
বুঝতে পারিনি আমি নিজের অজান্তেই
তোমার আপন হয়ে গেছি আমি কখন’
19. ‘মনের খেয়ালে তোমার সাথে হারেতে চাইছে মন বার বার
ভাবিনি জীবনে কখনো এমন করে এভাবে তোমায় পাওয়ার
তোমার চোখের মায়ায় ডুবে ভালোবাসায় হারিয়ে গেলাম
কিছুই না ভেবে আজকে তোমাকে মনের সব কথা বলেদিলাম,
আমার সব স্বপ্ন তোমায় ঘিরে অটুট হোক মনের বন্ধন
তোমার হাসির মিষ্টি ঝলকে রঙিন হলো আমার জীবন
জড়িয়ে তোমার ছায়াকে বুকেতে রাখবো আদরে
প্রেমেতে মাখা চাদরে থেকে তুমি পৃথিবী ছড়িয়ে’
20. ঝিরি ঝিরি হাল্কা হওয়া মনটা আমার উদাস করে দেয়
দূরের ওই পলাশ বনে ফাগুন ছুয়ে যায়
সূর্য্যটা যে অস্তা চলে পাহাড়ের কোল ঘেঁষে
লাল হলুদের রঙ ঝরে আজ নীল আকাশের গায়
গাছের কোলে মধুর সুরে পাখিরা সব গুণ গুনিয়ে গায়
মন থাকেনা মনে আমার যেতে চায় সে ঘর ছেড়ে
এমন সোনা ঝরা দিনে তোমায় শুধু মনে পড়ে
সুখে দুঃখে তোমায় নিয়ে জীবন কাটাব
ভালোবেসে আমি তোমার জীবন রঙাবো
ক্লান্তি যদি আসে মনে তুমি দিও শক্তি
দুঃখ কখনো আসলে মনে দিও তুমি শান্তি
দেখবো রোজ নতুন চোখে নতুন রঙিন আলো
জীবন বড়ো মধুর হবে তোমায় বেসে ভালো
ভালোবাসার আবেশে মিটবে জীবন তৃষা
পথ হারানো মনটা পাবে নতুন পথের দিশা’
21. জীবনের পথে পথে প্রেম দেওয়া নেওয়াতে
দুজনেতে কাছাকাছি থাকা সুখে দুঃখেতে
উচ্ছল জীবনের ভরা মধু মায়াতে
ভরে যাবে এই বুক তোমারি ছায়াতে
চোখে চোখ রেখে পাশা পাশি চলাতে
স্বপ্নটা বুকে নিয়ে বাঁচা দিনে রাতেতে
মনে মনে শুধু আকুলতা
এরই নাম ভালোবাসায় ডুবে থাকা’
22. অস্থা চলে সূর্য্য ডোবে যখন
তোমার কথা মনে আসে তখন
রিমঝিম বৃষ্টি ওই যে নেমে এলো
মেঘেরা তোমার খবর দিয়ে গেলো
তোমাতেই খুঁজে পাই ভালোলাগার সুর
মনের ভিতরে আছো তুমি থাকো যতো দূর
নতুন ভোরের আলোতে তোমাকে দেখেছি
তোমার মুখটা শুধু মনে মনে ভেবেছি
যখনি তুমি এলে এলো মনে বসন্ত
বাতাসে ছড়ালো বাহারী ফুলের গন্ধ
তখনি হলো শুরু নতুন জীবনের ছন্দ
ইচ্ছে মনের আমার তোমার সাথে চলবো
তোমার মনের আকাশে প্রদীপ হয়ে জ্বলবো
কখনো ভুল যদি হয়ে যায় ক্ষমা করে দিও
দূরে সরিয়ে দিয়োনা বুকে টেনে নিও
এই টুকু অনুরোধ শুধু রেখো ওগো প্রিয়’
23. তোমার চোখের তারা আমি
তুমি মোর মনের ভাষা
আমার ফুলের সুগন্ধ তুমি
আমি তোমার জীবনের আশা
মনের সাগরের তল নেই যার
নদী এসে বুকে মিশে যায় তার
নীল আকাশের নীল চুরি করে
ভরিয়ে দিতে চায় প্রাণ ভরে
ভালোবাসা এলো নীরবের পায়ে পায়
সুখের বসন্ত ছুয়ে গেল যে আমায়
আমার ভুবনে স্বপনে জাগরণে
একটাই তুমি আমার প্রিয়জন
আমার মনে তুমি সুখে দুঃখে অভিমানে
চাই তোমাকে হাজারটা জীবনে’
24. দেখি আজ গাছের পাতা
এনে দেয় সুর মিষ্টি হওয়া
বলে দিয়ে যেতে চায় সে
সময়টা তোমায় পাওয়ার
না ফোটা কুঁড়ি গুলো আজ
ফুলে ফুলে বাগান ভরায়
সব কিছু সত্যি করে আজ
ভালোবাসা ধরা দিতে চায়
আমি শুধু পথ চেয়ে একা
জানিনা পাবো কবে দেখা
যতটা ভাবি আমি তোমাকে
তুমিও কি ভাবো অনুভবে’
25. ভালোবাসে তোমাকে আমার মন
তোমার কথা ভাবি তাই সারাক্ষণ
এই মনটাকে দিলাম তোমার হাতে তুলে
মন ভরে দেখছি তোমার ছবি আড়ালে
থাকবো আমি পাশাপাশি শুধু তোমার জন্য
এ জীবনে তুমি এলে তাই হয়েছি ধন্য
উরু উরু হয় মন যেনো
উথাল পাথাল ঢেউয়ে মন ভাসানো
স্বপ্ন দেখে মন কতো কি যে
পেলাম খুঁজে মনের মানুষ
বাতাসে যায় উরে রঙিন ফানুস
চোখে চোখে কতো কথা হলো
কিছুটা বাকি রয়ে গেলো’
26. রোদের খোঁজে সকাল
আর তোমার খোঁজে আমি
নদী বুকে ধরে মোহনায় এসে থামি
কোথায় শেষ কোথায় শুরু
প্রেমের শেষ ঠিকানা
আমার আজ নেই জানা
অঝোর ঝরে পড়া বৃষ্টি
এই আবছা আলোর দিন
আমার হৃদয় জুড়ে তবু
রোদের পুরনো ঋণ
আমার মনের দেয়াল জুড়ে
তোমার আনাগোনা
অগোছালো যন্ত্রণা
তুমি আবার এলে ফিরে
নিঝুম একলা প্রান্তরে’
Bangla Romantic kobita For girlfriend
27. এমনের মাঝে তোমার ছবি এঁকেছি
মন মন্দিরে শুধু তোমাকে রেখেছি
ফুল ফোটে দূরের ওই বাগিচায়
চোখ শুধু সোভা দেখে যায়
দিন যায় রাত আসে ঘুম আসেনা
উদাসী এ মনে কিছু ভালো লাগেনা
শ্রাবনের স্রোতে কূল ভেসে যায়
দুচোখ তোমার স্বপ্ন দেখে ভরার’
28. স্বপ্ন দিয়ে গড়া এ জীবন কতো সাধের
জোছনায় কতো খুশি যেন প্রেম লেগেছে ছাঁদে
সূর্য দেয় আলো যুগ যুগ ধরে এই পৃথিবীতে
বর্ষার কালো মেঘ ভালবাসা ছড়ায় আলো দিতে
কিছু চাওয়া আর কিছু কিছু পাওয়া বাঁধনে বাঁধা পড়ে
বিনা তারে তোলে ঝঙ্কার বেজে উঠে বারে বারে
যেন প্রেম আসে নেমে আমার মন স্বর্গের ছোট ঘরে
যুগে যুগে তুমি আর আমি শুধু ফিরে ফিরে আসবো
প্রেমী আর প্রেমিক হয়ে দুজনে ভালবাসবো
চোখে চোখে দেখে যাওয়া দুটি অন্তরের স্বপ্ন যতো
জেগে জেগে ভাবি তুমি আমার মনের মতো’
29. কেউ আগে আমাকে এমন করে ডাকেনি
আমাকে কেউ এভাবে মনে রাখেনি
আম এতদিন কেন বুঝিনি
কেন হৃদয়ের মাঝে তোমাকে খুজিনি’
30. তোমার মুখটা যেন লেগে আছে ওই আকাশের গায়
তাকিয়ে থেকে আকাশ পানে আমার রাত কেটে যায়
জুড়িয়ে যায় তখন আমার এই দুটি বিরহী আঁখি
তুমি হয়ে যাও তখন আমার প্রানের সখি
তোমার প্রেমের ছোঁয়াতে আমি ধন্য হয়েছি
মন প্রান সব আমি তোমাকে দিয়েছি
ফুরিয়েছে সেই রাত এখন জেগে আছে পাখি
এখনো কতো কথা আছে বলার বাকি
স্বপ্নের মাঝে তুমি আগে আসতে ভেসে
চোখের পলখে উধাও হতে মিষ্টি হেসে
এখন আমার কাছেই আছে সেই চাঁদ মুখ
খুশির জোয়ারে ভরে উঠেছে এই বুক
তোমার বিরহে দিন গুনেছি একা
প্রেমের শ্রাবন হয়ে এখন দিয়েছ দেখা
অবসান হয়েছে আজ সব পথ চাওয়া
শেষ হয়েছে তোমাকে পেয়ে সব চাওয়া পাওয়া
সুখে দুখে সাথী হয়ে রইবো দুজন
থাকবে মোদের প্রেমের নীরে সুখের কূজন
দেখবো তোমার মুখ দুচোখ ভরে
জন্মেছি আমি শুধু তোমার তরে’
31. আকাশ নেমেছে নদীর জলে
ভ্রমর দোলে ফুলের কোলে
চোখে থাকে লেখা প্রেমের ভাষা
মনে মন মিলে গিয়ে দুজনাতে কাছে আসা
ফুলেদের পাপড়িতে লেগেছে ফাগুনের হাওয়া
পাখিদের কূজনে দুজনার মনের কথা গাওয়া’
Romantic bangla kobita for boyfriend
32. ভালোবাসার লেনা দেনায় চাইনা কিছু আর
না থাকুক দালান বাড়ী মোটর গাড়ি রইবো তোমার
ভালোবাসার থেকে দামী হয়না কিছু আর
একথা যেজন বোঝে সেজন চাইনা কিছু আর
হিসেব করা ভালোবাসা মানে শূন্য লাভের ঘরে
বেহিসাবি মন ভেসে যায় সুখের যোয়ারে
রূপের শোভা অঙ্গে খুঁজে পথ হারাবে কেনো
অন্তরে খোজ রূপের আলো ভুল হয়না যেনো
কখনো করো যদি ভুল ভাঙবে মনের কূল
মনে ঝরে যদি প্রেমের ফুল ফোঁটা কি তার ভুল’
33. পাখিদের গানে গানে
ঝর্নার কলতানে
রোদের সোনায় আবেশ মাখায়
যেন জীবন পূর্ণ করা
যতো দূর যায় আঁখি
আমি শুধু চেয়ে থাকি
নদীর খেলা চলছে দেখো
শুধু ভাঙ্গা আর গড়া’
34. মনের আরাল করে যে কথাটি রেখেছি গোপনে
আজকে বলবো তমায় সেই কথাটি তোমাকে স্বপনে
সব কথাকি খুলে বলা যায় শুধু ভালবাসি বলতে মন চায়
আমি যে তমায় ভালোবাসি সে কথাটি লেখা আছে নয়নে’
35. আজ তুমি আমি দুজনে মিলে
চল দূরে দূরে হারায় কোথাও
আমি চাইবনা পিছনে ফিরে
তুমি যদি কাছে টেনে নাও
দুচোখে তুমি আলো আশা
আমার মনের ভালোবাসা
আজ এসেছে সেই লগন
শুধু স্বপ্ন দেখার মধুরাত
এলগনে দুটি জীবনে
পূর্ণ হবে মনের সকল সাধ
থাকবে এই বুকের মাঝে তুমি
গড়বো সুখের এক বাসা’
আরও পড়ুন…