I have covered here some of the best Bangla good night SMS for girlfriend, these Good night SMSare arranged by sadness and romanticism. Hopefully, these messages are touched to your heart.
There are some thoughts that we can not directly express to our loved ones. we often get to help with poetry and messages. So you can easily convey the thoughts of your mind by sending these new Bangla good night poems to your Girlfriend boyfriend lover and loved ones.
Contents
Bangla Good Night SMS For Girlfriend
আমি আকাশের তারা তুমি পরীদের রাণী
মন দেয়া নেয়া ছাড়া আর কি বা আমি জানি
ভালোবাসায় ভরিয়ে দেবো ছোট্ট এ জীবন
তুমি আমার হৃদয় বন্ধু তুমিই আমার মন,
পাখি হয়ে মেলবো ডানা সুনীল আকাশে
মেঘ হয়ে ভেসে যাবো সুদূর বাতাসে
ভালোবাসার ছোট্ট খাঁচায় সপ্নের আসা যাওয়া
এক জীবনে তুমি আমার সকল চাওয়া পাওয়া
তোমার ঠোঁটের ওই মিষ্টি হাসি
দূর আকাশে যেনো চাঁদের শশী
রজনগন্ধা ভরা খোঁপার চুলে
পৃথিবীর সব কিছু যায় যে ভুলে
তোমার সব কিছু আমি ভালোবাসি
তাই তো বারে বারে কাছে ছুটে আসি
যাই শুধু ভেসে ঘুমেরি দেশে মন যে ভালোবাসায়
সপ্নের ডানা মেলে তোমাকে পাওয়ার আশায়
নিশি রাতে আকাশ গায়ে চাঁদ উঠেছে ঐ বাঁকা
যেদিকে চাই দেখি আমি তোমার ছবি আছে আঁকা
আমার একলা আকাশ পারে হাজার স্মৃতি আছে পরে
আমার একলা জেগে থাকা অনেক স্বপ্ন আঁকা
চাঁদনী রাতে গ্রহণ লেগে নামলো ব্যথার ঢেউ
বিশ্বে ভরা মানুষ তবু আপন নয় কেউ
দিন যায় রাত যায় তোমার প্রতীক্ষায়
স্মৃতিরা উরে এসে দোলা দেয় ভাবনায়
ফুল ফোটে ফুল ঝরে মনের আঙিনায়
কতো ভোর একলা হয়ে দুঃখে ভেসে যায়
আকাশ আছে বলে রঙধনু উঠে
ভরিয়ে দেয় তারা মন
তুমি আছো বলে পূর্ণ হলো
আমার এই শূন্য জীবন
তুমি আমার দিনের শেষে
জ্বলে উঠা সন্ধ্যা তারা
আমার আত্মার আত্মীয় তুমি
কেউ নেই যে তুমি ছাড়া
Shubho Ratri Girlfriend SMS In Bengali Language
মঘের কোলে মেঘ জমে দিনের আলো কমলো
শাল মহুয়া বকুল বন সপ্নের মায়া জাল বুনলো
স্বপ্ন গুলো কাজল হয়ে চোখের পাতায় জমলো
মৌসুমী মন একলা ঘরে সঙ্গী খুঁজে পেলো
একা একা রাত্রি যাপন একা একা চাঁদ দেখা
সারা রাত আকাশ গায়ে তারাদের ছড়িয়ে থাকা
চোখে এখন ঘুম আসেনা মনে মনে স্বপ্ন সাজাই
বলতে গিয়ে হয়নি বলা কি করে তোমাকে বোঝাই
চাঁদনী রাতে আমাকে যদি কখনও পরে মনে
গোপনে ঝরে যাওয়া অশ্রু রেখো তুমি যতনে
রাতের ঘুম হয়েছে আধারে বিলীন
তোমার ছোয়া পেয়ে মন হয়েছে রঙিন
গোলাপের পাপড়ি ঝরা স্বপ্ন উদাসীন
এই মনে তোমার ছবি ভাসে সারা দিন
রাতের আকাশে চাঁদ হাসে পাপড়ি মেলায় ফুল
প্রিয় তোমায় মনে করে মন হয়েছে আজ ব্যাকুল
জোনাকির বন্ধু এখন রাতের পূর্ণিমা চাঁদ
শুকতারা রাত্রি ছুয়ে করছে দেখো নিমন্ত্রণ
রাতের আকাশ কোনে তারা জ্বলছে সারাক্ষন
তোমাকে খোঁজে শুধু আমার এই দুই নয়ন
চাঁদের আলো দাও ছড়িয়ে আমার চোখের পাতায়
ঘুম আজ নিয়েছে বিদায় বসে আছি তার আশায়
তার কথা ভেবে ভেবে মন আমার হয় যে উতলা
প্রিয় তোমার বিরহে মন যে করে নিজের সাথে খেলা
মাঝ রাতে চাঁদ আলো জ্বেলে আছে
তুমি শুধু নেই আজ আমার পাশে
শিশিরে জল ছুয়ে যায় ঘাসে
তুমি মিশে আছো আমার দীর্ঘশ্বাসে
তারারা জাগে সুবিশাল আকাশে
মেঘেরা ভেলা ভাসে শান্ত বাতাসে
সব কিছু আছে সেই আগের মতন
শুধু তুমি নেই আমার এখন,
চাঁদের আছে নীল জোছনা ফুলের আছে গন্ধ
তোমায় আমি ভালোবাসি করি খুব পছন্দ
আকাশেতে লক্ষ্য তারা জ্বলে ঝিকিমিকি
তোমার প্রেম আগুনে পড়ে মন ধিকিধিকি
মায়ায় ঘেরে এই জোছনা রাতে
একটু থাকো তুমি আমার পাশে
একমুঠো স্বপ্ন হয়ে থাকো তুমি
হৃদয় ভরে তোমাকে ভালোবাসি আমি
দূরের আকাশেতে খেলে মেঘের ঝুরি
মনের আকাশেতে শুধু তোমাকে ধরি
ঝিরি ঝিরি হাওয়া দলে রিনিঝিনি সুর তুলে
ভালোবাসার জোছনা ছড়ায় ধরণীর ফুলে ফুলে
Bangla Romantic Good Night SMS For Girlfriend
কুয়াশা চাদরে ঢাকা ভরে
হাসি মাখা ঘুমের ঘোরে
অনুভবে তুমি আসবে
আমার মনের শহরে
না বলা কথা আছে যত মনে
বলবো তোমাকে গোপনে
মুখ মুখি তুমি বসবে
থাকবে নয়ন নয়নে,
তোমাকে মনের পাখি করবো
অন্তরের খাছায় ভরে রাখবো
সুন্দর কথার আহার দেবো
প্রেম সোহাগের পাহাড় দেবো
কখনও যেতে দেবনা উরে
ভালোবেসে রাখবো ধরে,
কি মায়া জাগলে এই প্রাণে
তুমি ছাড়া আর কে জানে
দেখি শুধু দেখি তোমাকে
রাখি আমি চোখ যেখানে
হৃদয়ে কথা বোঝা বড়ো দায়
ভুল করে অনেকেই প্রেমে পরে যায়
আকাশ আছে বলে বৃষ্টি ঝরে
ভিজিয়ে দেয় ভুবন
তুমি আছো বলে ধন্য আমি
তোমার মাঝে জীবন মরণ
গভীর রাতে যখন আমি একা থাকি
চাঁদের পানে চেয়ে চেয়ে তোমার ছবি আঁকি
একদিন কতো তুমি ভালোবেসেছিলে যতনে
এখন কি ভুলে গেছো পড়েনা আমাকে মনে
তারা উঠে আকাশের কোনে
কতো শত ফুল ফোটে বনে
দুজনার দুটি পথ গেছে বেঁকে
কি হবে আর দাড়িয়ে থেকে
একটি ঘরে না হোক এক আকাশের কোলে
তুমি আছো আমি আছি প্রেমের প্রদীপ জ্বেলে
না হয় দেখা হবেনা আর বন্ধ হোক কথার দ্বার
আঁধার রাতে জোনাকির সাথে বইব স্মৃতির ভার
হৃদয়ের কাছাকাছি তুমি ছিলে গোপন
বহুদূর থেকে এলে হলে যে আপন
বন্ধু আমার আকাশের তারা
পূর্ণিমার রাতে দিয়েছে ধরা
আসবে তুমি বাড়ির আঙিনায়
তাই সাজিয়েছি ঘর জোছনায়
জীবনের শুভ লগ্নে তোমার সাথে হলো পরিচয়
তোমারি ভালোবাসায় অন্ধ হয়েছে এই হৃদয়
তোমার কারণে ভালোবাসার বাঁধনে প্রেমের প্রদীপ মনে জ্বেলেছি
তোমাকে ভালোবেসে ভুবনকে আমি ভুলেছি,
হাজার তারার মেলা দিয়ে তোমাকে সাজাবো
আপন করে ভালোবেসে কাছে তোমায় নেবো
অনুভবে সাজিয়ে দেবো তোমার প্রাণের ভূমি
আমার হৃদয় জুড়ে একজন আছে সে হলো তুমি
Bengali Good Night Love SMS for girlfriend
প্রদীপের শিখা যেমন পোড়ে আগুনে
তোমার ঐ ভালোবাসা জ্বলে এই মনে
রাত কাছে ডাকে দু চোখে ছবি আঁকে
সন্ধ্যা শেষে রাতের দেশে চাঁদ হাসে
হৃদয় ভরে সুখের স্বপ্ন ঘিরে আসে
ভালোবাসা বুঝি এমনি হয়
দুজনে দু পথে কেউ কারো নয়
চারিদিকে সব নিঃশব্দ নিঝুম
শুধু আমার চোখে আসেনা ঘুম
তোমার ঠিকানা আজ নতুন পথে
সুখ ছুয়ে যাক তোমাকে স্বর্গ থেকে
আমি একা ছিলাম থাকবো একা
ভাবনা গুলোকে সঙ্গী করে বেঁচে থাকা,
যেমন করে প্রজাপতি এক ফুল অন্য ফুলে যায়
তেমন করে আসবো আমি তুমি ডাকলে আমায়
থাকবো ভালোবেসে সারাজীবন তোমার পাশে
ভরবো হৃদয় তোমার জড়ানো প্রেমের আবেশে
ভাবনার রঙ তুলিতে আঁকবো শুধু তোমার ছবি
তুমি সাগর হলে আমি হবো তোমার মনের নদী
ভ্রমর বলে কথা ফুলের কানে
তোমার প্রেমের ছোয়া লাগে প্রাণে
ভোরের শিশির হাসে আলো পেলে
তোমার স্মৃতি ভাসে চোখের নীলে
আমার হৃদয় জুড়ে আছো তুমি
তোমাকে ভালোবাসি শুধু আমি,
দুটি চোখে ভালোবাসার সুখ মেখে
স্বপ্নেরা যায় হাত ছানি দিয়ে ডেকে,
ফুলের গন্ধ মেখে দখিন হাওয়া
থাকুক তোমাকে ঘিরে
মন প্রজাপতি হয়ে মেলুক পাখা
ভেসে যাক ধীরে ধীরে
রাতের আঁধারে তারার মেলা
চাঁদ আছে আকাশ ভরে
মনের ভিতরে বিরহ ব্যথা
সুজনকে মনে পড়ে,
আকাশের নীলিমায় চলো হারিয়ে যায়
হাতে হাত মিলিয়ে দুজনে স্বপ্ন সাজায়
লিখেছি তোমার নাম মনের খাতায়
ছবি হয়ে আছো তুমি দু চোখের পাতায়
Best Bengali Sad Good Night SMS For Girlfriend
রাতের আকাশ বইছে বাতাস একলা বন্ধ ঘরে
অন্ধকারে চাঁদের আলোয় তোমায় মনে পড়ে
ঝি ঝি পোকার কোলাহলে ঘুম নিয়েছে বিদায়
রাতের সাথে মনের কথা বলছি আমি একাই
মনের খাতায় প্রাণের ভাষায় লিখছি আমি তোমায়
রাতের আঁধার চাঁদের বাহার বলছে চলো ঘুমায়
ঘুমের বেশে পরীর দেশে যাবো তোমাকে নিয়ে
চাঁদের আলোয় রাতের কালোয় স্বপ্নের নৌকা বেয়ে
রাত্রি নিঝুম আসেনা চোখে ঘুম বন্ধু করেছে আরি
বিন্দু বিন্দু জলকণাতে মেঘ করেছে আকাশ ভারি
দিন শেষে রাত আসে রাত কেটে আসবে ঠিক ভোর
অপেক্ষাতে আছি একদিন ভাঙ্গবে তোমার ভুলের ঘোর
আকাশ কোলে চন্দ্র হাসে ফুলের কোলে ভ্রমর
দিনের কাছে সূর্য হাসে রাতের পরে ভোর
তারার ফাঁকে রাতের কালো দেখতে বেশ লাগে ভালো
বন্ধু আমার জীবন তুমি আধার ঘরে জ্বেলেছ আলো
আসার প্রদীপ জ্বেলে মিষ্টি আবেগ ঢেলে
জোছনাতে একা রাতে তুমি এসো চলে
আশা ভালোবাসা নিয়ে জীবন সাজিয়ে
দুজনাতে মিশে যাবো প্রেমের বাতাসে
If you think these Bengali good night messages for girlfriend are touched your mind, do consider sharing it on Facebook WhatsApp and all social media, thank you.