Bengali Spring Season Poem Quotes বসন্ত কালের Kobita Status Sms

Here you will find charming spring season poem, quotes, status in Bengali. Spring season means the time of rejuvenation of nature. During this time many kinds of poems appear in the mind about nature.

Bengali Spring Season-Poem বসন্ত কালের Kobita Status

You will also see in this post, Bosonto kaler bangla kobita, bengali poem on spring season, falgun kobita bangla, bosonto kaler bengali kobita,

“হে ঋতুরাজ বসন্ত তোমাকে স্বাগতম” প্রকৃতির আসল রূপ ধরা পড়ে একমাত্র এই ফাগুনের দিনগুলোতেই, বসন্তের সাথে প্রকৃতির আর প্রকৃতির সঙ্গে মানুষের মনের এক গভীর সম্পর্ক আছে, বসন্ত আসলে প্রকৃতির মতো মানব মানবীর মনও নতুন করে সেজে উঠতে চায়; মনের মধ্যে শুরু হয় এক অজানা ভালোলাগার উদ্বেগ, হৃদয় পেতে চায় স্নিগ্ধ প্রেমের আলতো ছোঁয়া;

গাছে গাছে নতুন পাতা সৃষ্টি করে সবুজ বনানি, কতো নাম না জানা ফুল ফোটে গাছের শাখায় শাখায়; অচেনা কতো পাখির সমারহ বারে; কোকিল তার ডাক দিয়ে বুঝিয়ে দেয় এখন বসন্তের ভরা সময়; শীতের জীর্ণতা কাটিয়ে উঠে মন চিনে নিতে চায় অচেনা একটি মনকে;

বসন্ত আসলে পৃথিবী নতুন রূপ ধারণ করে, মনে হয় প্রকৃতি তার সব সৌন্দর্য্য দিয়ে নিজেকে সজিয়ে তুলতে চাইছে, আর বলতে চায় হে ব্যস্ততায় ভরা মহা-মনবের দল একটি বার আমার দিকে তাকাও, দেখো আমি তোমার থেকেও সুন্দর, অতি সুন্দর!

Basanta Kal Niye Kobita Bangla

1. “বসন্তের দিনগুলোতে হোকনা হৃদয় একটু রঙিন
ক্ষতি কি নিজের অজান্তে মনটা যদি হয় বেদুইন
ককিলের মিষ্টি সুরে হৃদয় ভেসে যাক অচিন পুরে
এমনি করেই বারে বারে জীবনে আসুক বসন্ত ফিরে;”

2. “বসন্তের সব দিন গুলো তোমার নামে থাক
নিয়ে নিও নিঃস্বার্থ প্রেম আর কুহু কোকিলের ডাক
সুন্দর স্বপ্নের ভিড়ে হারিয়ে যাক দুঃখ আছে যতো
ভালোবাসায় ভরুক হৃদয় রাম ধনু রঙের মতো
জাগুক প্রাণে আনন্দ লাগুক ফাগুনের হওয়া
পূর্ন হোক জীবনের সকল চাওয়া পাওয়া”

Bosonto kaler bangla kobita sms pic

3. “বসন্ত বাতাসে মনের আকাশে জমেছে অনেক কথা
দখিনা পবনে হৃদয় গহীনে রয়েছে শব্দ গাঁথা
পাখির কূজনে নীল গগনে ছড়ায় বিরহ ব্যাথা
মন হারাতে চায় আজ অজানায় প্রেম আছে যেথা”

4. “কোকিল ডাকে বসন্তের ফাল্গুন মাসে
বুনো হাঁস আর অচেনা পাখি দীঘিতে ফিরে আসে”

5. “ছুঁয়ে যাও তুমি আমায় সারাটি সময়
জানিনা কখন হারিয়েছে আমার হৃদয়
আমার মনে রঙ লাগিয়ে তুমি রইলে সাদা
তোমার বিহনে মন যে কাদে পাইনা তবু দেখা”

6. “মন হয়েছে বেখায়ালী ফাগুনী পবনে
নতুন পাতায় রঙ লেগেছে সবুজের বনে
ফাগুন বেলায় মন যে মাতাল বন্ধু আছে কই
বসন্তের এই দিন গুলোতে একলা বসে রই”

Spring season sad kobita bangla

7. “আজ বসন্তে মেঘ করেছে ঘিরে,
জানিনা কখন বৃষ্টি আসবে নেমে
আমার বুকের মাঝে আকাশ, মেঘ জমেছে চোখে
হৃদয় কুঠির ভালোবাসার ছাওনী খোঁজে মনে
আজ এ বসন্তে মেঘ করেছে ঘিরে
জানিনা কখন বৃষ্টি আসবে নেমে

ইচ্ছে আমার খামখেয়াল
সেতো ঝোড়ো মেঘের দল
আকাশ জুড়ে উথাল পাথাল
কেবল শেষে মেঘ ভাঙ্গা জল

মন খারাপ ‘ মেঘ আমার যাক ঝরে যাক
ঝোড়ো হওয়ায় বুকের মাঝে তবু নির্বাক
তুমি দূর বহুদূর ক্লান্তি চোখের ঘুম
বিকেল জড়ানো সূর্যে মিষ্টি কুমকুম

তুমি আঁধার ধরাও চোখে রাত্রি আবেশে
তুমি আলোয় অনো দেখি পূব আকাশে
আমি ভালোবেসে গেছি একলা মনের কোনে
তুমি চুপ করে গেছো একাকী অস্তাচলে

আজি বসন্তে মেঘ করেছে ঘিরে
জানিনা কখন বৃষ্টি আসবে নেমে”

Bengali poem on spring season

8. “নীল আকাশ আজ ডাকে আমায়
আয় কাছে আয়
প্রজাপতি ডানা মেলে ফুলে উড়ে যায়
কুলু কুলু কলতানে নদী বয়ে যায়
বলাকা হয়ে মন আমার সুদূরে হারায়
ফুলের সুরভী বাতাসে যায় ভেসে
লাজবতি হয় মন ফাগুনের আবেশে
তার ছবি আনমনে জানিনা কি কারণে
চুপি চুপি এই মনে শুধু ভেসে বেড়ায়”

 

9. “প্রথম প্রেমের বরষা নেমে সবুজ ধানের ক্ষেতে
গুন গুনিয়ে সুর ধরিয়ে গেয়ে ভ্রমর উঠবে মেতে
লাল গোলাপের একটু সোহাগ লাগিয়ে নিয়ে মনে
বসন্তে মন পাবে দেখা যেজন আছে হৃদয় কোনে
হওয়ার কাপন লাগবে তখন কালো দীঘির জলে
ভোরের স্বপন রইবে গোপন সূর্য উঠবে বলে
ওই গোধূলি উড়িয়ে ধুলি আকাশ রাঙ্গবে লাজে
নব রূপে নব সাজে প্রকৃতি তখন থাকবে সাজে,”

10. “ফুল ফুটুক না ফুটুক তবু এই মায়া বসন্তে
তোমাকে চায় আমার এ’মন মনের একান্তে
বাতাস বয়ে যায় ঝিরি ঝিরি মনে ভরা শ্রাবণ
তোমার চোখে দেখেছি অমি প্রেম ভরা গগন
আকাশ ডাকে বাতাস ডাকে সোনালী রোদ্দুর মায়ায় রঙ্গীন
তোমার আমার ঘর ছেড়ে আজ ফেরারী হবার দিন;”

11. “ঝর্নার গানে গানে সাগর যেনো হাসে
পাখির সুরে সুরে ফাগুন ফিরে আসে
মনের সাথে মন পড়বে এবার বাঁধা
প্রেমের ফুল দিয়ে হবে হৃদয় গাঁথা
ছন্দ কথায় সুরে বলবো মনের কথা
মধুর প্রণয় ভরা বিরহ মিলন ব্যাথা;”

12. “আকাশে ওই রামধনু আজ
সাতটি আলোর রঙ ছড়ায়
ফুলে ফুলে কালো ভ্রমর
ফাগুন দিনের গান শোনায়,
বকুল তলায় কোকিল পাখি
প্রেমের সুরে ডাকে আয়
এমন দিনে মনের মানুষ ছেড়ে
একলা কি আর থাকা যায়,
বসন্ত এলো তাইতো প্রহর
ডাক দিয়ে যায় দ্বারে দ্বারে
দখিনা বাতাসে উদাসী মন
তোমায় পেতে চাই বারে বারে;”

Spring quotes, status, messages, sms poem in bengali

Bengali poem on spring season

13. “গাছে গাছে নতুন পাতা, উত্তুরে বাতাসের পরিবর্তন, শীতের ফুল গুলোর শেষ বারের মতো শোভা ছড়ানো, তেপান্তরের মাঠ বয়ে ভেসে আসা চুপ থাকা কোকিলের মধুর কলতান, মনে হয় বসন্ত আসছে;”
The new leaves on the trees, the change in the north wind, the winter flowers spreading their colors for the last time, the sweet call of the silent cuckoo floating in the fields of the last edge, That means spring is coming.

14. “বসন্ত তুমি এসেছো নতুন উচ্ছাসের আহব্বান নিয়ে, ভরিয়ে দিয়েছো আনন্দ মুখর সভা দিয়ে পৃথিবীর প্রতিটি বস্তুকে, তোমার হৃদয় ভরানো মুগ্ধতা দিয়ে পূর্ণ করেছো জীবন, মনে হয় এ যেন এক অজানা প্রেমের চেনা স্পর্শ, হে বসন্ত তোমাকে স্বাগতম;”
Spring you have come with the call of new exuberance, you have filled every object of the world with joyous meetings, you have filled life with the fascination that fills my heart, it seems like a familiar touch of unknown love, Oh! spring welcome you;

15. “শীতের শেষে যখন বসন্তের আগমন ঘটে তখন ফুল গুলো তাদের পাপড়ি গুলোকে সম্পুর্ন্য রূপে মেলে ধরে আমাদের বোঝাতে চায়, জীবনের সব জড়তা নতুন করে আবার জেগে ওঠো;”
When spring arrives at the end of winter, the flowers match their petals perfectly and tell us to wake up again to all the inertia of life;

16. “বসন্তের সকালে যখন আকাশের দিকে তাকাই মনে হয়, সূর্যটা সত্যিই একটা নতুন দিন আমাদের উপহার হিসাবে দিতে চাইছে;”
When we look at the sky on a spring morning, it seems that the sun is really trying to give us a new day as a gift;

17. “যদি বসন্তের দখিনা বাতাসে আর অজানা সব ফুলের মুগ্ধ করা গন্ধে তোমার আত্মা শিহরিত না হয়, তাহলে বুঝে নিতে হবে তোমার আত্মা এখনো পুস্ফটিত হয়নি;”
If your soul is not thrilled by the south wind of spring and the enchanting scent of all the unknown flowers, then it must be understood that your soul has not yet blossomed;

18. “বসন্ত আমার একটি প্রিয় ঋতু, বসন্তের উষ্ণ পরশ গায়ে মেখে আমি হারিয়ে যেতে চাই প্রকৃতির মায়ায়, আমি বসন্তের প্রতিটি দিনকে উপভোগ করতে চাই নিজের মতো করে; সুতরাং কেউ আমাকে বাধা দিওনা, আমি এখন অনেক ব্যস্ত;”
Spring is one of my favorite seasons, I want to get lost in the warmth of spring, I want to get lost in the magic of nature, I want to enjoy every day of spring in my own way; So no one interrupts me, I’m too busy now.

19. “এই পৃথিবীতে যা কিছু আছে, বসন্ত এলে মনে হয় সে সব কিছুর মধ্যে নতুন জীবন যুক্ত হয়েছে; প্রকৃতিও যে কথা বলে যদি এটি বুঝতে চান তাহলে অবশ্যই একবার বসন্তের দিকে তাকাতে হবে;”

Read More:

  1. Bangla Nature Quotes Status Prokritir Kobita Bengali Sms
  2. 12+ Bengali Winter Season SMS Quotes Status শীত কালের কবিতা messages
  3. Bangla Good Afternoon Sms wishes শুভ বিকেল Kobita status
  4. Bengali Rainy (বৃষ্টি) Day Quotes SMS Status Bangla Rain Poems

1 thought on “Bengali Spring Season Poem Quotes বসন্ত কালের Kobita Status Sms”

Comments are closed.

Scroll to Top