If you are looking for Bangla sad post for Facebook, Twitter, and Instagram, you can find it here. You will find here some ideas for sad and romantic posts. Which you can share and post on social profiles. Let’s take a look at the posts.
Bangla Sad Post For Twitter Instagram Facebook
1. দিন কেটে গেছে দিনের মতো করে, তোমার ছবি আজও এমন এক জলছবি, যা জলে ধুলেও যাইনি মুছে, আজ অনেক দিনের পরে তোমার সাথ হঠাৎ দেখা, চেনা পথের ধরে অচেনা আঙ্গিকে, উথলে এলো স্মৃতি গুলো তুমি আছো তোমার মতই, অবাক হয়ে ভবি,
2. আমাকে সহজ পেয়ে বড় খেলা খেলেছিলে তুমি, ভেবেছিলে অবুঝ পাখিটা তোমার বাগানে গাইবে ততদিনই, যতদিন প্রয়োজন হয়, এতো ঠিক নয়, এতো অন্যায়,
তারপর তুমিও খুঁজে নিলে তোমার নতুন খেলা, আবার নতুন চোখের দিকে ছুড়ে দিতে থাকলে নতু কথা আর ঈশারার পালা, আর আমি আগুন জ্বালাবো কি দিয়ে, তোমার নতুন খেলা চুপ করে দেখে যাই, আর কবে হবে সব শেষ তার দিন গুনে যাই,
3. দিন গোনার পালা শেষ, কিন্তু ফিরলে না তুমি, নদী যেমন নতুন থেকে নতুন ঘাট মাঠের পর ছুয়ে ছুয়ে এগিয়ে চলে, নাজানি কোন তার কোন সাগর মোহনার দিকে, তুমিও তেমন চলছিলে, তোমার জীবনের নতুন বাঁক গুলো ঘুরে ঘুরে, আর আমি ছিলাম বাতিল হয়ে যাওয়া সেই ঘাট, যার বুকে এখনো আছরে পড়ে তোমার ফেলে যাওয়া স্মৃতির ঢেউয়ের আঘাত,
4. ভালো থাকার জন্যইতো এই জীবন, যতো দুঃখ ব্যথা কষ্ট যতো অভিমান শোক থেকে সব একসময় শ্লোক হোয়ে ওঠে, শেষে সুর বেঁধে হয় গান, এসব কথা তো আর বলে বোঝাবার নয়, এমনের হিল্লোল যে মনের ছন্দে ছন্দে মিশে যায়, সে মনে মন দিয়ে জানতে চাই আমি ভালোবাসি;
Romantic Post Bangla
5. আজ বেশ দুষ্টু মিষ্টি হাল্কা বৃষ্টি নেমে আসবে, আর বৃষ্টির পর হাল্কা হাইয়ায় দুজনে হেঁটে চলবো পাশাপাশি, গল্পঃ করবো এটা সেটা মনের গল্পঃ, ভেজা হওয়ায় ভেসে যাবে আমাদের ছেড়া ছেড়া অর্থহীন সব কথা,
6. জানিনা আজ কাল যে কি হোয়েছে আমার, কেমন একটা উদাস উদাস পালাই পালাই ভাব, মনে হয় যেনো অনেক অনেক দূরে কোথাও চলে যাই, সাগরের কাছে কিংবা আকাশের অনেক কাছে, আর তানাহলে ওই সবুজ পাহাড়ের গা বেয়ে চলা ঝর্নার কাছে, কিন্তু বুঝতে পারিনা সত্যি ই এই মন পালাতে চাই নাকি ধরা দিতে চাই,
7. এ তোমার ভারী অন্যায়, এই যে কবে যেনো চুপি চুপি আমার চেতনার কোষে কোষে জড়িয়ে গেছো তুমি, যা মোটেও ঠিক নয়, প্রথমে বুঝিনি এমনটা কখনো হতে পারে, কথার ছলে হেসেছি, গল্পঃ করেছি, কিন্তু যেদিন প্রথম বুকের ব্যথায় কেমন একটা টন টনে সুখ ঢেউয়ের মতো আছরে এলো সেদিন চমকে উঠেছি, আচ্ছা এমনটা কেনো হয়! এতো ঠিক নয়,
কথায় কথায় আজকাল যখন তুমি চোখে চোখ রাখো, স্পষ্ট দেখি তোমার দৃষ্টি গেছে বদলে, প্রথমে ভেবেছিলাম হয়ত আমারই মনের ভুল, কিন্তু যেদিন বুঝলাম এতো ভুল নোয় লজ্জা, সেদিন লজ্জা ভার হয়ে নেমে এলো আমার চোখের পাতায়, এখন তোমার চোখে তাকাতে গেলে বড় ভয় করে, যদি মনের অজান্তে মন হারিয়ে ফেলি, কিংবা যদি প্রেম করে বসি,