Make your afternoon more sweeter with these Bangla good afternoon sms. Become close to your loved one by gifting them these good afternoon bengali poems, status, quotes. Share and greet this afternoon’s poems with your friends and family members via Facebook, WhatsApp.
In this post you will find Good afternoon poems in Bengali language. With beautiful shareable bengali afternoon picture text photo wallpaper.
Contents
New Good Afternoon Sms in Bengali Language
1. “বিকেল বেলার সূর্য যখন অস্তে যায় চলে
মনের অনুভূতি গুলো সব তোমার কথা বলে
রং তুলি আর ক্যানভাসে হয়না যখন মিল
তোমার মুখের চিত্র লেখা হয় অন্তরে সামিল
নামবে এখনি অধার রতি সূর্য যাবে মুছে
ভাববো তোমায় একলা মনে তখন দুচোখ বুজে”
2. “বিকেলের রোদ এসে যখন সন্ধ্যা নামায়
উদাসী বাতাস এসে কতো কথা বলে যায়
প্রতি দিনের সময় গুলো ইচ্ছের সাথে হারায়
উরে যাওয়া দূরের মেঘ আরও দূরে মিলায়”
3. “শেষ বিকেলের শান্ত আলো
এসে পড়ে শূন্য আঙিনায়
আমি খুঁজে ফিরি তাকে
দুচোখ থাকে মিথ্যে আশায়
নীরে ফিরে যায় পাখি
ফিরে আসে প্রতিদিন
যতোই হোক আকাশ অচেনা
মেলে দিয়ে ডানা তার
উরে চলে বারে বার
ভালোবাসা তবু সে ভোলেনা”
4. “বিকেলের শেষ আলোয় মন ভরে যায়
সারাক্ষণ তোমাকে যেনো হাসি মুখে পাই
হবো দুজন দুজনার ভালোবাসার নিশ্বাসে
ভরা বো হৃদয় গোধূলির আলোয় মিশে”
Bangla good afternoon sms
5. “তুমি আমার বিকেল বেলার অলস অবকাশ
তুমি আমি এক সাথে মিশে পাশাপাশি বসবাস
তুমি আমার মন জানালা দিয়ে দেখা
এক মুঠো ভরা বিশাল নীলাকাশ
তুমি আমার হৃদয় ভরানো রাখালিয়া সুর
বন্ধুর মতো হাত ধরে হেঁটে যাওয়া বহুদূর”
6. “ছায়া ছায়া ঘিরে থাকে
মায়া ভরা স্মৃতি তার
যতো দূরে চলে যাক সে ছবি
মনে মনে আঁকি তাই
জানি সে কথাও নাই
প্রেম হারা শূন্যের আমি কবি
ছিল কতো রঙিন কতো সবুজ
সোনালী বিকেলের আলো
হাজার স্বপ্ন ভরা আশা নিয়ে
বেসেছিলাম ভালো”
7. “তুমি বিকেলের মেঘে মেঘ
মন খরাপের উষ্ণতা
সারা দিন লুকিয়ে ভেবে ভেবে
সন্ধ্যায় লিখে ফেলা কবিতা”
8. “যেতে পারি যতো দূরে নিয়ে যাবে তুমি
যেতে পারি বিনা প্রশ্নেই অজানায়
ডেকে দেখো আমি পারি কি পারিনা যেতে
তোমার জন্যে তোমার সাথে শেষ সীমানায়”
9. “সোনালী বিকালে হৃদয় ভরা পরশে
মন খুঁজে ফেরে তোমাকে
আলো নিভেযাওয়া গোধূলির শেষে
মাঠের প্রান্তে সীমানা যায় মিশে”
Good afternoon bangla kobita
10. “পাতা ঝরা শেষ বিকেলে
একা খোলা জানালায়
বিসন্ন মনে চেয়ে থাকা
দুই চোখের ঈশারায়
পাখিরা ঘরে ফিরে চলে যায়
দিন শেষের বিদায় বেলায়
অন্তর বলে এমন সময়
তুমি কি ভাবছো আমায়”
11. “উড়ছে ধুলোয় চিঠির অক্ষর
বিকেল বেলার নরম আলোর
কোনে দেখা সুভক্ষণের লিখন
মন বলাকার কাজের মাঝে
তোমার চিঠির বাণী বাজে
হটাৎ করে পরশ পাওয়ার শিহরন
দখিনা হাওয়ার এক বিকেল বেলাতে
উরে এলো একটি চিটি লেখা যে তাতে
তোমার নাম ভালোবাসা তোমার চাই
গোধূলি বেলাতে মন আনমনা হয় তাই”
12. “জানালা পেরিয়ে ঘরের দেয়ালে
বিকেলের রোদ এসে নিজের খেয়ালে
নিয়ম বেঁধে রোজ আমায় ছুয়ে যায়
বলেনা কিছুতেই সে কি চায়”
13. “সোনা সোনা রোদে দুয়ার খুলে বসে থাকি জানালায়
পথে যেতে যেতে একবার যদি তুমি ডাকো ঈশারায়
চেনা চেনা কতো যে মুখ উঁকি দিয়ে চলে যায়
তোমার সেই চেনা মুখ দেখিনা তবু শান্ত এই বিকেল বেলায়”
Good afternoon bangla quotes
14. “একটা গল্প বলো শুনি
যে গল্পে আছে সবুজ সবুজ বন
বিরামহীন সুন্দরী রূপসা নদীর মন
ফুলেদের চারিপাশে ভ্রমরের গুঞ্জন
আকাশ নীলে নীল দুপুরের শান্ত ঝিল
সোনা ঝরা রোদ মেখে পৃথিবী ঝিলমিল
দখিনা বাতাসে ভাসে রাখালিয়া গান
কতো পাখি নীরে বসে করে আলাপন”
15. “বিকেলের শেষ আলোয় পড়ছে তোমায় মনে
এখনো রোদের আভা লেগে আছে আকাশ গগনে
তুমি ও কি ভাবো বসে এখনো গোধূলি ক্ষণে
খোলা অম্বর ছেড়ে ফিরে যাওয়া পাখিদের বনে
মনে পড়ে কতো কিছু নেমে আসে শুধু আধারের শোক
এমনি কোনো বিকেল বেলায় মুছিয়ে ছিলাম ঐ দুটি চোখ
মনে কি পড়ে তোমার সেদিন, কৃষ্ণ চূড়ার ঝরা ফুলে
হয়েছিল মাটি লাল
সবুজের কাছা কাছি ছিল কতো জীবন্ত স্বপন
তুমি আর আমি ছিলাম দুজন দুজনার একান্ত আপন
চলে গেছে কতো আবেগ ভরানো বিকেল নেমেছে সন্ধ্যা জ্বলেছে প্রদীপ বাতি
একা আমি থাকি বসে থাকি দিয়ে গেছো শুধুই ফাঁকি
সঙ্গী এখন জোনাকির আলো ভরানো ব্যথার রাতি”
16. “মেঘে মেঘে হোয়েছ আকাশ কালো ঢেকে গেছে বিকেলের রোদ
মন আছে দীর্ঘ আশায় কোনো পরন্ত বিকেলে পাবো তোমার খোজ
সোনালী বিকালে আবার ডেকে উঠবে দোয়েল চড়ুই শালিকের দল
পদ্ম পাতার ফাঁকে ভরে যাবে ফুল নব সাজে সাজবে দীঘির জল”
17. “দিনের শেষ অংশ দিলাম তোমায় শান্ত বিকাল
ইচ্ছে মতো সাজিয়ে নিও দিয়ে তোমার খেয়াল
কোনে দেখা সূর্য যখন যাবে রাগে
সন্ধ্যা বেলার জোনাকি হয়ে থাকবো রাতের আগে”
Bangla শুভ বিকেল Sms Quotes
18. “মেঘলা দিনের বিকেল বেলা ঝরা ফুলের মতো
পাখির ডানায় লিখে দেয়া বৃষ্টি ফোটার ক্ষত
প্রিয় তোমার মুখের আদল যেনো গোধূলি বেলা
হৃদয়ে তুমি লুকিয়ে ছিলো দারুন প্রেমের খেলা
তোমায় দেখে বুঝিনি হায় এখন আমি নিরূপায়
রাতের তারার সঙ্গে থাকি আর ব্যথার স্মৃতি সাজাই”
19. “পূবের আকাশ থেকে আলো মেলায়
পশ্চিম আকাশে গিয়ে সিন্দুর ছড়ায়
সেই সিন্দুরের আলোয় লাল বিকেল
শেষে রাতের চাঁদ জোছনায় ভূবন ভরায়”
20. “বিকেল বেলার শেষ আলোতে
তুমি হাত রেখেছিলে হাতে
আধো আলো আকাশ খানি
দেখেছিল সুদূর হতে”
21. “গোধূলির আঙিনায় তোমার চোখের পাতায়
বিষণ্ণতা আমি দেখেছি
ভালোবাসা জড়ানো তোমার স্মৃতির মাঝে
কারন শুধু আমি খুঁজেছি
ছিলাম তোমার মাঝে সঙ্গী ছায়া হয়ে
কখনো মন দিয়ে বোঝনি
তোমার ভূলের পথে দাড়িয়েছি সঙ্কটে
কখনো অনুভব করোনি
স্বপনের পাখনায় উরেছে তমার মন
কখনো চোখ খুলে দেখনি
ছলনার ভরা স্রোতে ভেসেছ সারাক্ষণ
নিদারুণ পরিণতি ভাবনি”
Good Afternoon New Status Bangla
22. “এই সোনার গোধূলি লগণ
কতো কাহিনী বলে যায়
এই শুভক্ষণ হারাবে কখন
কে বলে দেবে আমায়
সাগর পাড়ের দখিন হাওয়া
চুপি চুপি বলে যায়
স্বপণে তাকে যায় পাওয়া
মন শুধু যাকে চায়”
23. “দিনের সোনা রোদ্দুর ভেঙে যায় আলোর ছন্দে
জানি আসবে তুমি আবার
জানালায় চোখ রেখেছি চেনা চেনা সেই গন্ধে
শুধু দুহাত বাড়িয়ে দেবার
নামহীন কোনো স্বপ্নে ধুলো জমে থাকো গল্পে
হারিয়ে যাবো যেদিন
ছল ছল চোখে ভাবছি ছুয়ে দিলে মন অল্পে
ছড়িয়ে পড়ব সেদিন”
24. “বিকেলের দখিনা পথের হওয়ায়
অশান্ত মনটা স্মৃতির ভরে দোলায়
বাতাসের গুন গুন সুরের ছোয়ায়
প্রিয় তোমার কথা মনে পড়ে যায়”
25. “বিকেলের আলো ম্লান হয়ে এলো
সন্ধ্যা আকাশের পারে
ফেলে আসা দিন হয়ে যায় বিলিন
স্মৃতির কারাগারে
কতো খুশি ব্যথা হাসি আকুলতা
বারে বারে আসে ফিরে
শঙ্খের ধ্বনি আযানের বাণী
মিশে যায় ভেসে দূরে
পাখি ঘরে ফেরে আকাশ ফাঁকা পড়ে
নীল যমুনার তীরে”
Subho Bikel Messages in Bengali Font
26. “সুরভী ছড়ানো খুশিতে ভরানো
বিকেলের আলোতে জাদু জড়ানো
আকাশের সাথে সোনা রোদ মেলানো
প্রকৃতির নানা রঙে পৃথিবী সাজানো”
27. “তেপান্তরের মাঠ পেরিয়ে সূর্য ডুবে যায়
দিনের আলোর আভা নিভে দিগন্তে মেলায়”
28. “বিকেল বেলায় বৃষ্টি ভেজা ঘাসে
হারিয়ে যাওয়া হৃদয় আমার
ফিরে যেনো পেলাম আবার
সবুজ মাঠে ফোটা ফুলের পাশে”
29. “দূরে যাবো চলে হয়ে মেঘ ডানা
ফেরারি পাখিদের নীল সীমানা
নিরালা আকাশে আনমনা
উদাসী হৃদয়ের দূর ঠিকানা
পাখি মন হারালে পথ হারায়
উদাসী বাতাসে সে ঘুরে বেড়ায়
পারিনি আমি মন হারাতে নীল সীমানায়
হারিয়েও আবার ফিরে আসি অজানায়”
30. “বিকেল ভাঙা রোদের ডানায় গোধূলির রং নিয়ে এলো
দূরে আমার আছে যেজন মনে মনে তার সাথে কথা হয়ে গেলো
রাত্রি আসে ধীরে ধীরে দিন চলে যায় দূরে সরে
তুমি চাঁদ আমি আঁধার জ্বেলে দিলে আলোর জোয়ার”
31. “বিকেলের কোনে দেখা কৃষ্ণ চূড়ার বনে
দেখেছিলাম তোমাকে গোধূলি লগনে
রেখে চলে গেছো স্মৃতি তার দখিনা পবনে
এখনো পরন্ত বেলায় পড়ে তোমায় মনে”
Hope all of you like these Bangla Good Afternoon Sms wishes poems and subho bikel status collection.